উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৭ নং বামরাইল ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
০৬ ফেব্রুয়ারি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মোঃ শাহরুম আলম শান্তুর স্বাক্ষরিত বামরাইল ইউনিয়ন পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেন। ৫ আগস্ট আওয়ামী স্বৈরশাসকের পতনের পরে বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদার দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত ছিলেন। একসময় তিনি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাহানারা বেগমকে দায়িত্বভার প্রদান করে সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় জাহানারা বেগমের ইউনিয়ন পরিষদ পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এতে ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাহত হতে থাকে। অবশেষে গত ৩ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা একটি জরুরী সভার আয়োজন করেন। সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থাপনায় উজিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদকে ৭ নং বামরাইল ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে প্রস্তাব করা হয়। ৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে আবুল কালাম আজাদ কে বামরাইল ইউনিয়ন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআলী সুজা জানান, স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের কার্যক্রমকে সুষ্ঠু ও স্বাভাবিক রাখার যে সকল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের নিয়ে সমস্যা দেখা দেবে সেখানে প্রশাসক নিয়োগ করা হবে। কোন চেয়ারম্যানের ব্যক্তিগত সমস্যার জন্য জনসাধারণকে হয়রানি হতে দেওয়া যাবে না।