নীলফামারী প্রতিনিধি.
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচারের ও সাজা নিশ্চিত করার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তৃতা দেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ প্রমূখ। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাজু পারভেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে শিক্ষাঙ্গনে আতঙ্ক তৈরি হয়েছিল। এসব কর্মকান্ডের সুষ্ঠু বিচার এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে শিক্ষাঙ্গনে এমন ঘটনা আর না ঘটে।
এসময় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত ও রইসুল ইসলাম রানা সহ আরও অনেক উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান ভূইয়াকে স্বারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা।
#
মো. নাঈম শাহ্,
নীলফামারী।
মোবাইলঃ ০১৭৭৪-১৯৫১৯২
প্রবণতা
- যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ,চুক্তি সই
- নেত্রকোণার দুর্গাপুরে বসত ঘর থেকে স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার
- পবিপ্রবি সাংবাদিক সমিতির ২ মাসব্যাপী জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
- জুলাই মাসেই জাতীয় সনদ, জানালেন আলী রিয়াজ
- জুলাই গণহত্যা : সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে
- সুজানগরে জমি বিরোধে হামলার নাটক ও ভ্রুণ নষ্টের মিথ্যা অভিযোগ
- শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানে এবছর এসএসসি’তে একটিমাত্র জিপিএ-৫ অর্জন
- যশোরের শার্শা উপজেলায় উলাশীতে বিএনপির জরুরী কর্মী সমাবেশ