সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভূমি দস্যুদের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে মেয়ের সংবাদ সম্মেলন। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আমেনা খাতুন (৮০)। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় ও অন্যান্য সংবাদ কর্মীদের উপস্থিতিতে আমেনা খাতুন এর পক্ষে লিখিত বক্তব্য পড়ে শুনান আমির হামজা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সৈয়দটুলা গ্রামের মো: ইসমাইল মিয়ার সর্বকনিষ্ঠ মেয়ে আমেনা খাতুন তার ফুফাতো ভাই আলী হোসেন এর ছেলে কামরুল ইসলাম ও নজিব হোসেন গংদের বিরুদ্ধে পৈত্রিক ভিটা বাড়ি ও জমি দখলে নেয়ার পায়তারা করছেন বলে জানান। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন আমাদের ওয়ারিশদের কে হয়রানি ও অর্থনৈতিক ভাবে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এলাকার সর্দারগন বিবাদী গনের বিরুদ্ধে আমাকে আইনী পরামর্শ নেয়ার জন্য বলেন। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা চলমান রয়েছে। অন্যদিকে মামলা চলমান অবস্থায় বিবাদীগন জোর পূর্বক জায়গায় পাকা সীমানা প্রাচীর দেয়ার চেষ্টা করছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বিষয়টি তুলে ধরার অনুরোধ করছি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
এই বিষয়ে ভুক্তভোগী আমেনা খাতুন বলেন, তার পিতার ঘরে তারা ৭ বোন ছিলেন, বর্তমানে ৬ জন মৃত্যুবরণ করেন, তিনিই জীবিত রয়েছেন। তার পৈত্রিক সম্পত্তির ৪৫ শতাংশ জায়গার মধ্যে ১৭ শতক জায়গা আমার ফুফাতো ভাইয়ের ছেলে কামরুল ইসলাম ও নজিব হোসেন গংরা অবৈধ ভাবে বিএস করে ফেলেছেন। অবশিষ্ট ২৮ শতাংশ জায়গায় আমরা যেতে পারছি না। আদালতে মামলা চলমান রয়েছে, আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
দীপক কুমার দেবনাথ
সরাইল প্রতিনিধি