সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় জনগণের অন্তর্ভুক্তি, জবাবদিহিতা বৃদ্ধি,মানবাধিকার চর্চা জোরদারে নারী, যুবক এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি বিষয়ক “নাগরিকতা” প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৩ জুলাই) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক।
নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,বাঁশদহা ইউপি চেয়ারম্যান মো.মফিজুর রহমান,ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো.লুৎফর রহমান,বৈকারী ইউপি সচিব মনতোষ কুমার সাধু, শিবপুর ইউপি সচিব মো.রফিকুল ইসলাম,সিডাের নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস,গণফোরামের জেলা সভাপতি আলীনুর খান বাবুল,জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, স্বপন কুমার সানা,আনিসুর রহমান,অশোক পাল,এ কে এম আবু জাফর সিদ্দিক।
সুইজারল্যান্ড ও গ্লোবাল কানাডা এবং জিএফএ কনসাল্টেন্ট গ্রুপের আওতায় সিভিল এনগেজমেন্ট ফান্ডের মাধ্যমে নাগরিকতা প্রকল্পটি আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদের এই প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী, বাঁশদহা, শিবপুর, ভোমরা ইউনিয়নে বাস্তবায়িত হবে।আইন ও সালিশ কেন্দ্র আসক ঢাকা এর সহায়তায় সাতক্ষীরার স্থানীয় মানবাধিকার সংগঠন স্বদেশ সরাসরি বাস্তবায়ন কাছে যুক্ত থাকবেন।
সভায় বক্তারা বলেন, নাগরিকতা প্রকল্পে প্রত্যক্ষভাবে ২৩ হাজার এবং পরোক্ষভাবে ৬ লক্ষ জনগোষ্ঠীকে লক্ষ্যভুক্ত করা হয়েছে।এই লক্ষ্য অর্জনে নারী,যুব,সুশীল সমাজ প্রতিনিধি,স্থানীয় জন প্রতিনিধি,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রকল্পটিতে এসডিজি লক্ষ্য ৫ ও ১৬ এর অভিষ্ঠ লক্ষ্য অর্জনে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন, এ্যাড.নাজমুন নাহার ঝুমুর,ব্রেকিং দ্যা সাইলেন্সের মো.আব্দুল মান্নান,ওসিসির প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক,উত্তরণের প্রোজেক্ট কো-অর্ডিনেটর শেখ মোহাম্মদ আলী,দলিত পরিষদের গৌরপদ দাস।
এস এম হাবিবুল হাসান