হুমায়ন কবির মিরাজ: প্রতিবারের ন্যায় এবারও যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের নারায়ণ তলায়, প্রাচীনকালের ঐতিহ্যবাহী সত্য নারায়ণ এর মাঘীপূর্ণিমা গঙ্গা ছেনান ও নারায়ণ মন্দিরের বাৎসরিক পূজা মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৩ই ফেব্রুয়ারি বুধবার দুপুর এক টার সময় শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের নারায়ণ তলা মন্দির প্রাঙ্গনে বাবুর তাপস বিশ্বাসের সভাপতিত্বে পবিত্র গীতা পাঠ করে ও নারায়ন তলায় উলুর ধনী দিয়ে এ পূজা শুরু হয়। পরে বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায় ও সকল ধর্মের মানুষ একে একে আসতে শুরু করেন এবং এই নারায়ন তলায় মিলন মেলায় রূপান্তর হয়।
শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বৈদ্যনাথদাস বলেন,প্রতিবারের তুলনায় এবার অনেক আনন্দের সাথে সত্য নারায়ণ এর মাঘীপূর্ণিমা পূজা অনুষ্ঠিত হয়েছে।
রানী মুখার্জি বলেন, এবার মাঘ মাসের মাঘীপূর্ণিমা তিথিতে আমরা এখানে এসছি সবাই মিলে এখানে যেভাবে পরিবেশ পরিস্থিতি দেখছি আগের তুলনায় এবার আমার অনেক অনেক ভালো লাগছে।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন,আমি যুগ যুগ ধরে দেখে আসছি নারায়ন তোলার এই মন্দিরে মাঘীপূর্ণিমা গঙ্গা ছেনান ও নারায়ণ মন্দিরের পূজা মেলা।
তিনি আরও বলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, এই নারায়ণ তলার দহে হিন্দু সম্পদের ছেনের জন্য একটি উন্নত মানের সিড়ি ঘাট তৈরি করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। যাতে করে আগামী বছরে আরো জাঁকজমক ভাবে এই অনুষ্ঠান টি উদযাপিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,বেনাপোল পাটবাড়ি মন্দিরের মহারাজ,শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বৈদ্যনাথদাস,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম,কন্যাাদহ ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, জয়দেব কুমার রায়,গদখালী মন্দিরের পূজারী সঞ্জবন্দ রায়,কৃষকদলের নেতা মিলন হোসেন,বিএনপি নেতা ইদ্রিস আলী ডাক্তার, শ্রমিক নেতা তৈবুর রহমান, বিশিষ্টব্যবসায়ী মোঃ আলমগীর কবির, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিন্টু বিশ্বাসসহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।