লক্ষ্মীপুর প্রতিনিধি: এসে দেশ বদলাই, পৃথিবী বদলাই, এমন স্লোগান কে সঙ্গে নিয়ে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে প্রতিবন্ধী সনাক্তকরণ কার্যক্রম উদ্বোধন ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ ০৩ ফেব্রুয়ারী (সোমবার) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামসেদ আলম রানা। বিশেষ অতিথি ছিলেন, ডাক্তার তাজকিনা মেহজাবিন। এসময় প্রধান অতিথি আলোচনা সভা শেষে প্রতিবন্ধী সনাক্তকরণ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন ।
পরে নিবন্ধীত প্রতিবন্ধী ১০০ জনের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন। এসময় ইউনিয়ন সমাজকর্মী, সমাজ সেবা বিভাগের কর্মকর্তা ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
মো: রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর