সাজ্জাদ হোসেন সাজু, (ফরিদপুর জেলা প্রতিনিধি)
রমজানের প্রথম দিনেই জমে উঠেছে চরভদ্রাসন উপজেলার ইফতার বাজার। বাহারী সব ইফতারি পসরা সাজিয়েছেন দোকানীরা। বৈচিত্র্যময় আয়োজনে বাহারি সব ইফতার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন উপজেলার দোকান দার গুলো।
গত বছরের তুলনায় এবার ইফতার সামগ্রীর দাম কিছুটা বেড়েছে। তারপরও ক্রেতাদের আগ্রহের কমতি নেই। ক্রেতা চাহিদা বিবেচনায় রেখে দোকানীরা ঐতিহ্যবাহী ইফতারীর সাথে রাখছেন নিত্যনতুন সব সামগ্রী।
সারাদিন রোজা পালন শেষে একটু ভিন্ন স্বাদের আয়োজন দিয়ে ইফতার করতে তাই এ সকল হোটেলে ক্রেতাদের ভীড় নিয়মিত ব্যপার।