গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের উত্তর রিফাইতপুর চরপাড়া গ্রামে মোজাফরের বাড়িতে মজলিসের দাওয়াত খেয়ে প্রায় ২শ মানুষ অসুস্থ হয়েছে। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সুত্রে জানা গেছে, রোববার দুপুরে সদর উপজেলার বালিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর গ্রামে মোজাফরের বাড়ির উঠানে মজলিসের খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাওয়া শেষে ওইদিন বিকালে অধিকাংশ মানুষের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর গত দুই দিনে জেনারেল সদর হাসপাতালে ১২৪, উদাখালি স্বাস্থ্য কমপ্লেক্স ৭১ জনকে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে ১৭ ফেব্রুয়ারি গাইবান্ধা জেনারেল হাসপাতালে ১২৪ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, বাকিরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে উদাখালি স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সেখানে রোগী ভর্তি রয়েছে ৬১ জন। এছাড়াও বাড়িতে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে অধিকাংশই নারী শিশু বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
মঙ্গলবার গাইবান্ধা জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায় খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন রোগী। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে আজ নতুন করে রোগী ভর্তি হয় ৩৫ জন। এদের মধ্যে একই পরিবারের রয়েছে ৯ জন।
হাসপাতালে চিকিৎসাধীন মজিবুর রহমান বলেন, তার পাশের বাড়িতে একটি দাওয়াত ছিল সেখানে পরিবারসহ দুপুরের খাবার খান। এরপর দিন রাত থেকে পরিবারের একে একে ৬ সদস্যের ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি হই ।
এব্যাপারে গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আসিফ রহমান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।