(বরিশাল) প্রতিনিধি
বাকেরগঞ্জে উপজেলা ছাত্র-শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২/২/২০২৫ ইং শনিবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
বাকেরগঞ্জ ছাত্র শিক্ষক ঐক্য পরিষদ আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বুদ্ধদেব বিশ্বাস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুবেল মাহমুদ, সহকারী অধ্যাপক মরিয়ম আক্তার মৌসুমী।
শেখ মোঃ মহসিন ও মোঃ সালেহীন সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দশমিনা উপজেলা কৃষি অফিসার মোঃ জাফর আহমেদ, উপজেলা ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক মোঃ ফজলুর রহমান মোল্লা, সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান, এ্যাডভোকেট মুজিবুর রহমান মোল্লা প্রমূখ।