বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জে বিদেশী খেলোয়াড়দের সমন্বয় গঠিত দুইটি দলের একদিনের আকন মোঃ জাকির হোসেন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১৮/২/২০২৫ ইং মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার কাকরধা অশ্বিনী কুমার মেমোরিয়াল ইনষ্টিটিউশন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
কাকরধা অশ্বিনী কুমার মেমোরিয়াল ইনষ্টিটিউশনের প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট শিল্পপতি, উদ্যোক্তা ও সমাজসেবক এএম জাকির হোসেন, প্রধান অতিথি ছিলেন এন এন্ড আই গ্রুপের পরিচালক ইশায়েত হোসাইন, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন আকন।
ক্রীড়াবিদ মোঃ কায়সারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হোসেন সিকদার, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর মোঃ মনির, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক মাসুম বিল্লাহ প্রমূখ।
ফরিদপুর ইউনিয়ন একাদশ ও দুর্গাপাশা ইউনিয়নের একাদশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূণ্য খেলায় ফরিদপুর ইউনিয়ন একাদশ ১-০ গোলে জয়লাভ করে। উভয় দলের টিমে নাইজেরিয়া ও ক্যামেরুনের ১৪ জন খেলোয়ার অংশগ্রহণ করেন।