Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রে শুল্কনীতি বিতর্কে ট্রাম্পের পক্ষে রায়

Bangla FMbyBangla FM
7:41 am 30, May 2025
in বিশ্ব
A A
0
যুক্তরাষ্ট্রে শুল্কনীতি ট্রাম্পের পক্ষে রায়

যুক্তরাষ্ট্রে শুল্কনীতি ট্রাম্পের পক্ষে রায়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত আমদানি শুল্ক নীতিতে বৃহস্পতিবার একটি সাময়িক জয় অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট আপিল আদালত এক আদেশে পূর্বের একটি রায় স্থগিত করে ট্রাম্প ঘোষিত আমদানি শুল্ক কার্যকর রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে বিতর্কিত এই শুল্কনীতি আপাতত বহাল থাকছে।

এই আদেশে ট্রাম্প প্রশাসন আপিলের সুযোগ পেল। এর আগে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত (কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড) বুধবার রায় দিয়েছিল যে, ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করে শুল্ক আরোপ করেছেন, এবং প্রেসিডেন্ট হওয়ার পর যেসব শুল্ক ঘোষণা করেছিলেন, তার বেশিরভাগই বন্ধের নির্দেশ দিয়েছিল।

শুল্ক আদায়ে আপোসের নীতির মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য কাঠামো নতুন করে সাজানোর চেষ্টা করছেন ট্রাম্প। তবে বন্ধুত্বপূর্ণ দেশ ও প্রতিদ্বন্দ্বীদের ওপর একের পর এক শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে, এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

এএফপি সূত্রে জানা যায়, বুধবারের আদালতের রায়ে হোয়াইট হাউসকে ১০ দিনের মধ্যে বিতর্কিত শুল্ক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার আপিল আদালত সেই রায়ে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টে জারি করে শুল্কগুলো সাময়িকভাবে বহাল রাখে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ রায়কে “বেপরোয়া বিচারিক ক্ষমতার অপব্যবহার” বলে অভিহিত করে বলেন, সুপ্রিম কোর্টকে অবশ্যই এই চ্যালেঞ্জের অবসান ঘটাতে হবে।

তিনি বলেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শুল্ক আরোপের আরও অনেক আইনগত পথ ব্যবহার করতে পারেন।’

জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হাসেট বলেন, আইনি ধাক্কা পোহালেও বাণিজ্যিক খাতে প্রভাব ফেলবে না। এছাড়াও  তিনটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, আদালতের রায়ের পরও বেশ কয়েকটি দেশ ‘সৎভাবে আলোচনার’ প্রতিশ্রুতি দিয়েছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এবং মাদক পাচারকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে উল্লেখ করে একাধিক দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু  আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায়ে এসব সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়।

এপ্রিল মাসে ট্রাম্প প্রায় সব বাণিজ্যিক অংশীদারদের ওপর ১০ শতাংশ শুল্ক এবং কিছু দেশের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক ঘোষণা করেন। এগুলোর বেশিরভাগই বুধবারের রায়ে বাতিল হয়, তবে আমদানি করা গাড়ি, স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক বহাল থাকে।

প্রথমে অতিরিক্ত ১৪৫ শতাংশ শুল্কের মুখে পড়ার পরে কিছুটা ছাড় পাওয়া দেশ চীন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘যুক্তরাষ্ট্র যেন আন্তর্জাতিক সম্প্রদায় ও অভ্যন্তরীণ অংশীদারদের যৌক্তিক আহ্বানে সাড়া দিয়ে একতরফা শুল্ক পুরোপুরি বাতিল করে।’

বৃহস্পতিবার এশিয়ার বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বাজারও ঊর্ধ্বমুখী ছিল, তবে ইউরোপীয় বাজারে সামান্য পতন দেখা গেছে।

বিচারকদের মতে, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) আইনে প্রেসিডেন্টকে যদি ‘প্রায় সব দেশের পণ্যের ওপর সীমাহীন শুল্ক’ আরোপের ক্ষমতা দেওয়া হয়, তবে তা অসাংবিধানিক।

লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোমিকস জানিয়েছে, এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে, তবে এটি শুল্কযুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না।

Tags: আদালতডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টবাণিজ্যযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ

বাকেরগঞ্জে জাকের পার্টির বর্নাঢ্য র‍্যালী ও জনসভা অনুষ্ঠিত

October 29, 2025

রাশমিকার বিয়ের আগে সন্তান নিয়ে পরিকল্পনা

October 29, 2025

চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন

October 29, 2025

স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ জালালাবাদ গ্যাস: ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান

October 29, 2025

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো ঠিক কি না?

October 29, 2025

সাংবাদিকদের উপর পুলিশের হামলা: স্বাধীন গণমাধ্যমের উপর আরেক আঘাত

October 29, 2025
banglafmlogonewupate

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ইতিহাস
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম