ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা থাকলেও সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পাওয়ায় সশরীরে যোগদান করেননি। অবশেষে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করেন তিনি। বিষয়টি নিয়ে সমালোচনা করছেন শিক্ষার্থীরা।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ইউজিসির চেয়ারম্যান সরাসরি যুক্ত না হওয়ার নাটকীয়তায় অনুষ্ঠান শুরু করা নিয়ে বিড়ম্বনায় পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপেক্ষার পালা শেষ করে এক ঘন্টা দেরিতে বেলা সাড়ে এগারটায় শুরু হয় অনুষ্ঠান। এর আগে ১২ জানুয়ারি নবীনবরণের তারিখ থাকলেও ইউজিসির চেয়ারম্যানের উপস্থিতি নিশ্চিত করতে পিছিয়ে ২৫ জানুয়ারি দেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে ইউজিসির চেয়ারম্যান অনাকাঙ্ক্ষিতভাবে বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পাওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। যদিও তিনি ইউজিসির অফিসে বসে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করেন।
বিশ্ববিদ্যালয়সূত্রে জানাগেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত, শিক্ষক, পরিবহনসহ নানামুখী সংকটে জর্জরিত। বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে শিক্ষার্থীরা সংক্ষুব্ধ, আন্দোলন করেও কোন ফলাফল পায়নি শিক্ষার্থীরা। ইউজিসির চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে তাঁর উদাসীনতা নিয়ে প্রশ্নবিদ্ধ করতেন। এবং তাঁকে নানাভাবে অপদস্ত করা হবে এমন গুঞ্জনের কথা চাউর হয়। এই কারনেই ইউজিসির চেয়ারম্যান সশরীরে অনুষ্ঠানে যোগদান করেননি।
শুরুতে অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন ইউজিসির চেয়ারম্যানের সরাসরি অনুষ্ঠানে যোগদান না দেওয়ার বিষয়ে বলেন, “আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সরাসরি যোগদিতে পারবেন না, কারণ গতরাতে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছেন তিনি। তবে তিনি আমাদের সাথে অনলাইনে যোগদিবেন।”
ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় অতটা পুরাতন বিশ্ববিদ্যালয় না হলেও বিশ্ববিদ্যালয়টি ভালো ভূমিকা রাখছে দেশের জাতীয় অঙ্গনে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে রয়েছি আমরা সবাই, বরিশাল বিশ্ববিদ্যালয় অনেকদূর এগিয়ে যাবে আমি সেই আশা করছি। ঐ অঞ্চলের বিশেষ একটি বিশ্ববিদ্যালয় হবে বরিশাল বিশ্ববিদ্যালয়”
নবীনবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নবীন শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা।

