অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে ১৭ থেকে ২৫তম স্থান নির্ধারণীর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের দল ওমানকে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছে।
এই ম্যাচে আমিরুল ইসলাম একাই করেছেন ৫ গোল। এছাড়া রাকিবুল ৩ গোল, সাজু ও আব্দুল্লাহ দু’টি করে এবং ওবায়দুল একটি গোল করেছেন।
ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দল প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায়। ১১ ও ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল হ্যাটট্রিক পূর্ণ করেন। দ্বিতীয় কোয়ার্টারে রাকিবুলের দুই ফিল্ড গোলের মাধ্যমে দল ৫-০ ব্যবধানের লিড নেয়। ৩৩ মিনিটে আব্দুল্লাহ ষষ্ঠ গোল করেন, এরপর আমিরুল ৪র্থ গোল করেন। ৪০ মিনিটে ওবায়দুল দলের অষ্টম গোল করেন।
শেষ কোয়ার্টারে আরও ৫ গোল যুক্ত হয়। ৪৬ মিনিটে রাকিবুল ও আব্দুল্লাহ, ৫১ মিনিটে সাজু এবং ৫৩ মিনিটে আমিরুল পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ম্যাচের শেষ মিনিটে সাজুর ফিল্ড গোলের মাধ্যমে ফাইনাল স্কোর ১৩-০ দাঁড়ায়।
এটি চলমান বিশ্বকাপে আমিরুলের চতুর্থ ম্যাচে ১২তম গোল, যার মধ্যে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং গত আসরের রানার আপ ফ্রান্সের বিপক্ষে একটি গোল অন্তর্ভুক্ত।

