নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১২ পিস ইয়াবাসহ দুই মাদক সেবনকারী কে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের শিবদিঘী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোবাইল মেরামতের দোকানে ইয়াবা সেবন করার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার হাটগাঁও গ্রামের আমজাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩২) এবং পৌর শহরের মহলবাড়ি এলাকার (সুজুকি শোরুমের পিছনে) মৃত রফিকুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।