জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই পক্ষের উত্তেজনার সময় রাজশাহী পর্যটন মোটেলে সংবাদকর্মীদের ওপর চড়াও হয়েছেন দলের দুই নেতা। এদের মধ্যে একজনের নাম শোয়েব। এসময় তাঁরা সাংবাদিকদের কক্ষে তালাবদ্ধ করে আগুন দেওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পর্যটন মোটেলে রাজশাহী জেলার এনসিপির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
এনসিপির মহানগর কমিটির একাংশের প্রায় ত্রিশ জনের একটি দল জেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলমকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তাঁদের কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা চালায়।
এই উত্তেজনার মধ্যেই মহানগর কমিটির দুই নেতা সংবাদ সম্মেলন চলার সময় সভাকক্ষে ঢুকে সংবাদকর্মীদের দ্রুত বের হয়ে যেতে হুকুম দেন। এমনকি তাঁরা সাংবাদিকরা কক্ষ থেকে বেরিয়ে না গেলে দরজায় তালা মেরে ভেতরে আগুন দেওয়ার হুমকি দেন। এই ঘটনায় কর্মরত সংবাদকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
সাংবাদিকরা তখন একজোট হয়ে হুমকিদাতা দুই নেতাকে পর্যটন মোটেলের বাইরে বের করে আনেন। দীর্ঘ সময় এনসিপি নেতাকর্মীদের সাথে সংবাদকর্মীদের উচ্চ বাক্য বিনিময় চলতে থাকে। পরে পুলিশ এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িত দুই নেতার বিচার দাবি করেছেন। তাঁরা জানিয়েছেন, এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির সকল কার্যক্রমে মিডিয়া কাভারেজ দেওয়া থেকে তাঁরা আপাতত বিরত থাকবেন।
সন্ধ্যায় সংবাদকর্মীরা পর্যটন মোটের এলাকা ছেড়ে এলেও এনসিপির নেতাকর্মীরা সেখানেই অবস্থান নিয়ে বসেছিলেন।

