যশোরের অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের আলীপুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ডা. মো. সাইফুল ইসলাম (৪৫), যশোর কোতোয়ালি থানার ঘোপ জেল রোড এলাকার বাসিন্দা এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। অপরজন মো. জাহিদুল ইসলাম রানা (২৪), মহাকাল গ্রামের রাজু ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেল আরোহী খুলনার দিকে যাচ্ছিলেন। আলীপুরে পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই চিকিৎসক সাইফুলের মৃত্যু হয়। গুরুতর আহত জাহিদুল ইসলামকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, “দুটি মোটরসাইকেল পাশাপাশি চলছিল। পিছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাপায় দু’জনই নিহত হন। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।”