বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সহোযোগি সংগঠন উপজেলা কৃষকলীগ ও শ্রমিক লীগের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে নিজ নিজ ফেসবুক আইডি থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন- সালথা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিন খন্দকার ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু।
পদত্যাগ করা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার নিজের পরিচয় দিয়ে ফেসবুক লিখেন, এই মর্মে ঘোষনা করিতেছি যে, কৃষকলীগের সালথা উপজেলা শাখার সাধারন সম্পাদক এর পদ থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পদত্যাগ করিলাম। এই মুহূর্ত থেকে বাংলাদেশ আওয়ামীলীগ বা তার কোন সংগঠনের সাথে আমার কোন সমপৃক্ততা নেই।
উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু ফেসবুকে লিখেন, আমি চৌধুরী মাহমুদ আশরাফ( টুটু) পিতা মৃত চৌধুরী আশরাফ আলী সিদ্দিকী, সাং, পোস্ট, থানা: সালথা, জেলা ফরিদপুর। এই মর্মে ঘোষনা করিতেছি যে, জাতীয় শ্রমিকলীগ” সালথা উপজেলা শাখার সাধারন সম্পাদক এর পদ থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পদত্যাগ করিলাম। এই মুহূর্ত থেকে বাংলাদেশ আওয়ামীলীগ বা তার কোন সংগঠনের সাথে আমার কোন সমপৃক্ততা নেই।
হটাৎ করেই এই দুই নেতার পদত্যাগে উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

