রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নৈইমদ্দিনখা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনে একটি বসতবাড়ির রান্নাঘর ও গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে পুড়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নং ওয়ার্ডের নৈইমদ্দিনখা পাড়ার মো. হারুন শেখের (৫৫) বাড়িতে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে রান্নাঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তা পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।
আগুনে হারুন শেখের একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বাড়ির মালিক হারুন শেখ জানান, এতে প্রায় আমার দুই লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। আমার দুইটি ঘর আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন মূল বসতঘরে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি বা অন্য কোনো বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লিডার মো. ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল, আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, এতে প্রায় ২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

