শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী সরকারি কলেজের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটেছে। গোসল করতে নেমে শিশু দুই জন পানিতে ঢুবে যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা শিশুরা হলেন—নীলফামারী কলেজ স্টেশন এলাকার মো. মাসুদের মেয়ে তানহা (৭) এবং একই এলাকার মতিউর রহমানের মেয়ে আফরিন (৬)। তারা কলেজ পুকুরের পাশে খেলছিল। পরে গোসল করার জন্য পুকুরে নামলে দুর্ঘটনা ঘটে। দুপুরে পুকুরের পাশে থাকা এক ব্যক্তি একটি শিশু পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

