আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসনে দুই ভাই পৃথক দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করেছে। একই এলাকায় জামায়াত ইসলামী মনোনয়ন দিয়েছে তাঁর ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাককে।
এ অঞ্চলের প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক আজগার আলী বলেন, “ভাইয়ের বিপরীতে ভাই—এ ধরনের দৃশ্য ইতিহাসে বিরল। জনমনে প্রশ্ন, কে এগিয়ে থাকবেন।”
কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৪১২। পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ৭১১, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৬৯২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।
বিএনপি নেতা আজিজুর রহমান বলেন, “আমার ছোট ভাই একসময় বিএনপি করত। আমার কারণে সে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। এখন জামায়াতে যোগ দিয়ে প্রতিদ্বন্দ্বী হয়েছে। আমি প্রার্থী হওয়ার কারণে তার একক সুবিধা নেওয়া সম্ভব হয়নি। জনগণ আমাকে চায়, তাই আশা করি দল চূড়ান্ত মনোনয়ন দেবে।”
জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক জানিয়েছেন, “দুই ভাই প্রার্থী হলেও নির্বাচনে জামায়াতের জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়বে না।”

