ভারতের পুনে শহরে যৌনপাচার চক্রের হাত থেকে দুই বাংলাদেশি যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। বিউটি সেলুনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচার করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ধনকাওয়াড়ি এলাকার বাসিন্দা রাজু পাটিল নামে এক ব্যক্তিকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রীকেও একই অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভারতীয় ন্যায় সংহিতা ও নারী-শিশু পাচার প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় শুক্রবার ভারতী বিদ্যাপীঠ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত শুক্রবার এক ভুক্তভোগী নারী পুনে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানান, তাকে জোরপূর্বক দেহব্যবসায় নামানো হয়েছে। সহকারী পুলিশ পরিদর্শক স্বপ্নিল পাটিলের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে কাত্রাজ এলাকা থেকে ২২ বছর বয়সী ওই বাংলাদেশি নারীকে উদ্ধার করে।
ওই নারী জানান, প্রায় দুই বছর আগে পশ্চিমবঙ্গ সীমান্ত পেরিয়ে তাকে অবৈধভাবে ভারতে আনা হয়। পরে পুনেতে এনে যৌনপেশায় বাধ্য করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিনিয়র পুলিশ পরিদর্শক রাহুলকুমার খিলারের নেতৃত্বে আরেকটি দল অভিযান চালিয়ে আমবেগাঁও পাঠার এলাকার একটি ফ্ল্যাট থেকে আরও এক বাংলাদেশি নারীকে (২০) উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—বাংলাদেশ থেকে এই নারীদের পাচারে একটি আন্তর্জাতিক দালালচক্র সক্রিয়। এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।