সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত নির্বাচনী সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,ভোট সামনে রেখে মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়া জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি রাজনৈতিক দল সারা দেশে নির্বিচারে মামলা দিয়ে দীর্ঘদিন মামলা বাণিজ্য করেছে। এখন ভোট ঘনিয়ে এলে তারা বলছে,নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে মামলা তুলে নেওয়া হবে—এ ধরনের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার কৌশল।
নাহিদ ইসলাম বলেন,২০২৪ সালের ৫ আগস্টের পর এনসিপি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে-আইনের শাসনের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। ফ্যাসিবাদ,দমন-পীড়ন ও গণহত্যার সঙ্গে যারা জড়িত,তাদের বিচারের আওতায় আনা হবে। তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।
তিনি আরও বলেন,একসময় যে দল ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল,তারা তখনও জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এখন আবার মিথ্যা আশ্বাস দিয়ে ভোট আদায়ের চেষ্টা চলছে। এসব ভাঁওতা প্রতিশ্রুতি থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এনসিপি সরকার গঠন করতে পারলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন,শিক্ষা,স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি জেলায় আইটি,স্কিল ও ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে।
তিনি অভিযোগ করেন,দীর্ঘ ১৬ বছর পর দেশে ভোট ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় একটি দল সারা দেশে সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে। শেরপুরে জোটের শরিক দলের এক নেতাকে হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি। নাহিদ ইসলাম বলেন,ভোটকেন্দ্র দখল ও ব্যালট জালিয়াতির মাধ্যমে জনগণের রায় ঠেকাতে ভয়ভীতি ছড়ানো হচ্ছে।
মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন,সিলেট বিভাগে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও জোট ও দেশের স্বার্থে প্রীতম দাশকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি চা শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং কারাবরণও করেছেন। সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধভাবে শাপলা কলি প্রতীকে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সমাবেশে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন,প্রীতম দাশ নির্বাচিত হলে চা শ্রমিকদের মজুরি ও ভূমির অধিকার নিশ্চিত করা হবে। শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন প্রার্থী প্রীতম দাশসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভা শেষে শহরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে একটি পথযাত্রা অনুষ্ঠিত হয়।

