যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত প্রয়াত আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের বিরুদ্ধে বিচার বিভাগের তদন্তের ফাইলগুলো জনসম্মুখে প্রকাশের অনুমোদন দেওয়া বিলে বুধবার স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিলটিতে বিচার বিভাগকে এপস্টাইন তদন্তের সমস্ত তথ্য অনুসন্ধানযোগ্য এবং ডাউনলোডযোগ্য ফরমেটে ৩০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।
ট্রাম্প আগে ফাইলগুলো প্রকাশের বিরোধিতা করলেও এপস্টাইনের ভুক্তভোগী এবং তার নিজস্ব রিপাবলিকান পার্টির সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে তার অবস্থান পরিবর্তন করেন। সিনেটে আইনটি বিপুল ভোটে পাস হয়।
উল্লেখ্য, ২০০৮ যৌন পাচারের অভিযোগে এপস্টিনকে আটক করা হয়েছিল। এপস্টিনের সঙ্গে একসময় ট্রাম্পের বন্ধুত্ব থাকলেও ট্রাম্প বারবার দাবি করেছেন, এপস্টিনের অপরাধের সঙ্গে কোনও যোগ নেই।
