আফগানিস্তানে ন্যাটোভুক্ত দেশগুলোর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এমন বক্তব্য শুধু অসত্যই নয়, বরং তা অত্যন্ত অপমানজনক ও দায়িত্বজ্ঞানহীন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সম্মুখসমরে না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে অংশ নিয়েছিল। ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
এর প্রতিক্রিয়ায় শুক্রবার (২৩ জানুয়ারি) স্টারমার বলেন, ট্রাম্পের এই মন্তব্যের জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তিনি আরও বলেন, “আমি যদি এমন কোনো ভুল বা অবমাননাকর কথা বলতাম, তাহলে নিঃসন্দেহে ক্ষমা চাইতাম।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি সেনা মোতায়েন করেছিল যুক্তরাজ্য। প্রায় এক লাখ ৫০ হাজার ব্রিটিশ সেনা সেখানে দায়িত্ব পালন করেছেন, যাদের মধ্যে ৪৫৭ জন প্রাণ হারান। স্টারমার বলেন, “এই আত্মত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।”
এই বিতর্কে যুক্ত হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারিও। আফগানিস্তানে দুই দফা দায়িত্ব পালন করা প্রিন্স হ্যারি বলেন, ব্রিটিশ সেনাদের সাহস ও ত্যাগের ইতিহাস সত্য ও সম্মানের সঙ্গে তুলে ধরা উচিত।
শুধু যুক্তরাজ্য নয়, পোল্যান্ড ও ডেনমার্কসহ একাধিক ন্যাটোভুক্ত দেশ ট্রাম্পের মন্তব্যকে অসত্য ও অসম্মানজনক বলে প্রত্যাখ্যান করেছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কসহ ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। যদিও ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর তিনি কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেন।
হোয়াইট হাউস অবশ্য স্টারমারের সমালোচনা নাকচ করেছে। প্রেসিডেন্টের মুখপাত্র টেলর রজার্স বলেন, “ন্যাটোর সব দেশ মিলেও যা করেছে, যুক্তরাষ্ট্র একাই তার চেয়ে বেশি অবদান রেখেছে।”
তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৬ সালে এসে ট্রাম্পের এই ধরনের অবস্থান ন্যাটোর ভবিষ্যৎ ও ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ওপর বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে।
সূত্র: আল জাজিরা

