ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে ‘মহান ব্যক্তি’ ও ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি আগামী বছরে ভারত সফর করার ইঙ্গিতও দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। খবর এনডিটিভির।
ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন চুক্তি ঘোষণা করার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার আলোচনা ‘চমৎকার’ হয়েছে। ট্রাম্প দাবি করেন, ভারতের পক্ষ থেকে রাশিয়া থেকে তেল আমদানি ‘মূলত বন্ধ’ করা হয়েছে। তিনি বলেন, “তিনি (মোদি) আমার বন্ধু এবং আমরা নিয়মিত কথা বলি। মোদি চান আমি ভারতে যাই। আমরা এটি চূড়ান্ত করব এবং আমি যাব।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি এবং আমি সেখানে যাচ্ছি।”
আগামী বছর ভারত সফরের পরিকল্পনা আছে কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, এটা হতে পারে।”
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্কারোপের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক কিছুটা জটিল হয়েছিল। গত আগস্টে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, কোয়াড সম্মেলনের সময় ভারত সফর করবেন না ট্রাম্প। তবে এবার সফরের সম্ভাবনা তৈরি হওয়ায় দুই দেশের বাণিজ্যিক উত্তেজনা প্রশমনেরও ইঙ্গিত মিলছে বলে ধারণা বিশ্লেষকদের।

