শ্রীপুর উপজেলা প্রতিনিধি, হেদায়েত উল্লাহ ফকীর:
গাজীপুরের শিমুলতলী ক্ষুদ্র ও কুটি শিল্প বাণিজ্য মেলা ক্ষতিগ্রস্ত হয় জনগণ এবং বাণিজ্যমেলা স্টল গুলোতে |
গাজীপুরে দীর্ঘদিন যাবত চলছিল শিমুলতলীতে কুটির শিল্প বাণিজ্য মেলা গত ২২- ১১ -২০২৫ ইং রোজ শনিবার রাতে মেলার বিতরে স্টলের দোকানগুলোতে সিগারেটের দাম বাড়ার কারণেএক শিক্ষার্থীর মাঝে কথা তর্কাতর্কি নিয়ে এক প্রকার ঝামেলা সৃষ্টি হয় |
অন্যদিকে মেলায় জমজমাট আয়োজনের মাধ্যমে বাংলাদেশের অন্যতম শিল্পী ঐশী মেলা অংশগ্রহণ করেনএবং গানের মাধ্যমে
দর্শকদের মন মাতিয়ে তুলেন |
এমন অবস্থায় গাজীপুরে শিমুলতলী কুটির শিল্প বাণিজ্য মেলায় সিগারেটের দাম উদ্যগতির জন্য এক বুয়েট শিক্ষার্থীর মাঝে দামাদামি নিয়ে একপ্রকার কথা কাটাকাটি সৃষ্টি হয় পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীদের কে নিয়ে এসে বাণিজ্য মেলা ভাঙচুর করে থাকেন |
বাণিজ্য মেলা জনগণের অভিযোগ গত দিন রাতে ভিবিন্ন স্থানে লটারি বিক্রয় করা হয় এবং লটারি ড্র হিসেবে ১৫টি মোটরসাইকেল পুরস্কারসহ মোট ৬৫ টি পুরস্কার দেয়ার কথা ছিল |এই মেলা বিভিন্ন ধরনের জুয়া এবং বিভিন্ন স্থান থেকে লটারি বিক্রি করে ওই টাকা দিয়ে পুরস্কার বিতরণ করে থাকেন |
বাণিজ্য মেলা দোকানগুলো থেকে জানা যায়যে বিপুল পরিমাণ দোকানের অর্থ ক্ষয়ক্ষতি করেছেন দুর্বৃত্তরা | ভাঙচুর করা স্থান পর্যবেক্ষণ করতে সদর থানার পুলিশ ওসি মেহেদী হাসান মেলার পরিদর্শন করতে আসেন এবং তিনি বলেন এখানে অবৈধভাবে মেলা আয়োজন করা হয়েছে তা সরকারিভাবে কোন পারমিশন নেওয়া হয় নাই |আমরা সবকিছু যাচাই-বাছাই করে ঘটনা আসলে কি ঘটেছিল তা নিয়ে দেখে তারপর আইনের মাধ্যম ব্যবস্থা নিবেন এই আশাস তিনি দেন |
পরবর্তীতে বাণিজ্য মেলা রাত্রে ভাঙচুর করার পর মেলা ছত্রভঙ্গ হওয়ার লটারির কুপন এবং ফ্রিজ অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে ফেলেন দুর্বৃত্তরা এমনকি গায়িকা ঐশীর গাড়ি ভাঙচুরের অভিযোগেদাবি রয়েছে |
সারাদিন এবং রাতে যে পরিমাণ লটারি টিকিট বিক্রি করা হয় তা পরবর্তীতে মেলা ভাঙচুর হওয়ার কারণে লটারি ড্র বন্ধ করে দেন মেলার কৃতপক্ষ |এতে ক্ষতিগ্রস্ত হয় লটারি টিকিট কাটা সাধারণ মানুষ |প্রথম পুরস্কার হিসেবে রয়েলস ৩৮৫ সিসি এবংiphone মোবাইল ফোন সহকারে ১৫ টি মোটরসাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা ছিল মেলা থেকে।

