সাত দিনের কানাডা সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তাঁর সঙ্গে প্রতিনিধি দলে থাকবেন আরও চারজন শীর্ষ নেতা। তবে সফরের উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখার সহকারী সচিব মো. মওদুদ হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য উঠে আসে।
চিঠিতে জানানো হয়, আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর অথবা ওই সময়ের কাছাকাছি সময়ে কানাডায় এ সফর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকাস্থ কানাডা হাইকমিশনের কাছে ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রতিনিধি দলে রয়েছেন—জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসান এবং জামায়াত আমিরের ব্যক্তিগত সচিব মুহাম্মদ নাজরুল ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে সফরটিকে ‘অফিসিয়াল পারপাসে’ উল্লেখ করা হলেও এর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

