সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতের আদেশের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এই বক্তব্য দেন।
তিনি জানান, অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ নিয়ে করা রিটের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল আজ আপিল বিভাগ পর্যবেক্ষণসহ খারিজ করেছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ আদেশ প্রদান করেন। এ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে বলেও জানান তিনি।
শিশির মনির বলেন, আদালতের এই রায়ের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সরকারের সব কর্মকাণ্ডই জনগণের সেই ক্ষমতার প্রতিনিধিত্ব বহন করছে।
তিনি আরও বলেন, উচ্চ আদালত আবারও সংবিধানের মৌলিক নীতির প্রতি তার অবস্থান পরিষ্কার করেছে। আদালতের এই আদেশ নির্বাচনী কার্যক্রম, বিচার প্রক্রিয়া ও সংস্কার উদ্যোগসহ সরকারের প্রধান তিনটি ম্যান্ডেটের বৈধতা নিশ্চিত করেছে।
সংবিধানে কোনো শূন্যতা বা আইনগত ভ্যাকুয়াম থাকার যে দাবি তোলা হয়েছিল, সেটির আর কোনো ভিত্তি নেই উল্লেখ করে শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টের আদেশের মধ্য দিয়ে বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত গ্রহণ করেন। ওই মতামতের ভিত্তিতেই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন।
এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ গত বছরের ডিসেম্বরে একটি রিট দায়ের করেন। চলতি বছরের ১৩ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দেন। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলও আজ আপিল বিভাগ খারিজ করে দেন।

