দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১:৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও দলের নেতাকর্মীরা।
বিমানবন্দর থেকে বের হয়ে তিনি বিশেষ একটি বাসে করে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিটের পথপথিক পর মঞ্চে পৌঁছে লাখো জনতার সামনে বক্তব্য দেন তারেক রহমান।
বক্তব্যে তিনি বলেন, “৭১ সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমনই সর্বস্তরের মানুষ সবাই মিলে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।”
তার বক্তব্যের প্রশংসা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষভাবে নজরকাড়া প্রতিক্রিয়া দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। তিনি ফেসবুকে লিখেছেন, “আজ এ দেশের মানুষ চায়… যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে আর কিছু চাওয়ার নেই।”
তারেক রহমানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত আলোচনার জন্ম দিয়েছে, এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তা শেয়ার ও প্রশংসা করছেন।

