সাতক্ষীরা প্রতিনিধি:
মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক “বর্তমান সাতক্ষীরা” পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো.শফিউর রহমান (শফি)। তিনি সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রাজীব হাসান (রিমু) এবং নির্বাহী সম্পাদক মো.আবু হুরাইয়ার বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, বাদী মো.শফিউর রহমান সাতক্ষীরা শহরের ইটাগাছা (পশ্চিম পাড়া) এলাকার বাসিন্দা। তিনি পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ ও এলজিইডির প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। অভিযোগে বলা হয়, গত অক্টোবর মাসে পত্রিকাটির একাধিক সংখ্যায় ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে তাকে সরকারবিরোধী ষড়যন্ত্রকারী,স্ত্রী হত্যাকারী,স্বর্ণ ও কাপড় চোরাকারবারি এবং মানব পাচারকারী হিসেবে উপস্থাপন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
মামলার বিবরণে আরও বলা হয়, ২০২৫ সালের ৯ অক্টোবর আইনজীবীর মাধ্যমে বিবাদীপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা সংবাদ প্রকাশ বন্ধ করেননি। বরং পরবর্তী সংখ্যাগুলোতেও একই ধরনের অভিযোগ পুনরাবৃত্তি করা হয়।
বাদীপক্ষের অভিযোগ, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এক সাবেক দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করায় ওই কর্মকর্তা ও পত্রিকার সংশ্লিষ্টরা একত্র হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মামলার নথিতে উল্লেখ রয়েছে, এ অভিযোগের বিপরীতে পানি উন্নয়ন বোর্ড থেকে বাদীর অনুকূলে চারিত্রিক স্বচ্ছতার প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.রাজীব হাসান (রিমু)কে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে।
গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে সাতক্ষীরার বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলাটি (মানি নং-০১/২০২৬) দায়ের করা হয়। মামলায় বাদী ৫ কোটি টাকা ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় প্রতিকার চেয়েছেন।আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
