মোঃ ইকরাম হাসান
ক্যাম্পাসভিত্তিক নাট্য সংগঠন নিয়ে আয়োজিত এআইইউবি ড্রামা ফেস্ট ২০২৫-এ তৃতীয় স্থান অর্জন করেছে ‘তিতুমীর নাট্যদল’ প্রযোজিত নাটক ‘যাঁতাকল’।
অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ড্রামা ক্লাবের উদ্যোগে ক্যাম্পাসভিত্তিক নাট্য সংগঠনগুলোকে নিয়ে এ নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
লেখক ও প্রযোজক ওয়ালীউল্লাহ তুহিনের নির্দেশনায় ‘যাঁতাকল’ নাটকটিতে ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের লেজুড়বৃত্তিক রাজনীতির নেতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষাঙ্গনে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ, শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের অন্তরায় হয়ে ওঠা এক শ্রেণীর অসাধু শিক্ষক ও ছাত্রনেতাদের ভূমিকা এবং পটপরিবর্তনে সবকিছুর পরিণতির গল্প ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে। এছাড়াও এতে উঠে আসে এক ছাত্রনেতার প্রেয়সীর গল্প, যাকে রাজনৈতিক নেতার চারিত্রিক লোভের কাছে বিক্রি হতে হয়।
নাটকটি প্রসঙ্গে নাট্যনির্দেশক ও তিতুমীর নাট্যদলের সভাপতি তুহিন বলেন, যাঁতাকল নাটকের নামের মধ্যেই এর মূল কথা নিহিত। এটি একটি বাস্তব গল্প। গণতান্ত্রিক দেশে শাসক হওয়ার কথা জনগণের, অথচ আমরা বাস্তবে তার উল্টো চিত্র দেখি। সমাজের প্রতিটি অঙ্গনে দলীয় রাজনীতির প্রভাব এবং ছাত্র রাজনীতির কুফল নিয়েই এই গল্প। বিভিন্ন দেশে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেখানে শিক্ষা ও গবেষণায় ব্যস্ত, সেখানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় পেশিশক্তি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। যাঁতাকলের মাধ্যমে আমরা সেই বাস্তব চিত্র তুলে ধরে সবাইকে সচেতন করার বার্তা দিতে চেয়েছি।
এআইইউবি ড্রামা ক্লাব কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে আইইউবি থিয়েটারসহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অন্যান্য ক্যাম্পাসভিত্তিক নাট্য সংগঠনগুলো হলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং সাউথইস্ট ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এআইইউবি ড্রামা ক্লাব এবং প্রথম রানারআপ হয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

