মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে ক্যাম্পাসজুড়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (জবিরিইউ) পরিচালিত সর্বশেষ অনলাইন জরিপে স্পষ্ট হয়ে উঠেছে—ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শিবির সমর্থিত ও ছাত্রদল সমর্থিত দুই প্যানেলের মধ্যে। জরিপ অনুযায়ী বর্তমানে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন রিয়াজুল ইসলাম, যিনি শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী। মোট ভোটের ৫০.৩ শতাংশ পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন তিনি।
২৪ নভেম্বর রাত ১ টা পর্যন্ত জরিপটির মোট ভোটার সংখ্যা ছিল ১৭৯৪ জন। যা মোট ভোটারের ১০.৮ শতাংশ প্রায়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪০.৪ শতাংশ ভোট।যদিও রিয়াজুলের তুলনায় প্রায় ১০ শতাংশ পেছনে, তবু রাকিবের প্রচারণার গতি ও প্যানেলভিত্তিক ভোটের আচরণ নির্বাচনের দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়া ২০ ব্যাচের সমন্বয়ে গঠিত ‘তরুন শিক্ষার্থী ঐক্য’ এর তাওসিন পেয়েছে ৩.৯ শতাংশ ভোট,
ছাত্রশক্তি সমর্থিত কিশোয়ার সাম্য পেয়েছে ৩.২ শতাংশ, এবং বাম সমর্থিত ‘মাওলানা ভাসানী ব্রিগেড’ পেয়েছে ২.২ শতাংশ ভোট।
এই স্বল্প ভোট দেখাচ্ছে যে জকসু নির্বাচনের ভিপি পদে লড়াই মূলত দুটি বড় রাজনৈতিক ছাত্রসংগঠন এর মধ্যেই হতে চলেছে।







