স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে
পার্শ্ববর্তী সদরপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের সিরাজ ফকির গুরুতর আহত হয়েছেন। আহত সিরাজকে প্রথমে সদরপুর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, সিরাজ ফকির রবিবার দুপুরে তার পিতার দলিলকৃত জমিতে চাষ দিতে গেলে চরবলাশিয়ার বাসিন্দা বাচ্চু খালাসী ও তার ভাই মোশা খালাসীর অনুসারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় রড, শাবল ও ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাতে আঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওয়াহেদ মোল্লা ও এহসান নামের আরও দুজনকেও মারধরের ঘটনা ঘটেছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বাচ্চু খালাসী ও তার সহযোগীরা এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জমি দখল, জাল দলিল তৈরি, চাঁদাবাজি ও নানা ধরনের হয়রানির মূলক কাজ করে আসছে। স্থানীয়রা দাবি করেন, এসব বিষয়ে প্রতিবাদ করলে হামলা ও ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা বলেন, বিভিন্ন ব্যক্তি ও সংস্থার দ্বারস্থ হলেও কার্যকর ব্যবস্থা পাওয়া যাচ্ছে না। তারা পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আহত সিরাজ ফকিরের পরিবার মামলা প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

