মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১০ মামলার আসামী কুখ্যাত ডাকাত রয়েল(৪৩) কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ২২ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ডাকাত রয়েল, উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর মিয়া বাড়ির মৃত শাহজাহান @ ছাওয়াল মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়ার নেতৃত্বে এসআই আল আমিন, এসাই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে রয়েলকে , মাধবপুর গ্রামের মিয়া বাড়ি (নিজ বাড়ি) থেকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ,মাদক ও দ্রুত বিচার আইন, ওয়ারেন্টসহ মোট ১০টি মামলা রয়েছে।
এছাড়া দ্রুত বিচার আইন , ডাকাতি ও মাদক মামলার আসামী একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ওহেদুল নবী (৩০) ও ডগ্রাপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে মোঃ মামুন (৩৮) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, তাদেরকে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

