ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর আখাউড়া উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। ট্রেন ও বাসসহ বিভিন্ন যানবাহনে তাঁরা ঢাকায় গিয়ে তাঁকে অভ্যর্থনা জানাবেন বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা।
মঙ্গলবার বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু।
এর আগে আনন্দ মিছিলটি আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে পৌর শহরের সড়কবাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদর আলী শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, সহ-সভাপতি বাহার মিয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক নুর আহমেদ ভূঁইয়া জাবেদ, সদস্য সচিব হুমায়ুন রহমান ভূঁইয়া নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

