দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা টসের সময়ও, খেলা শেষে হাতে হাত না মেলায় পাকিস্তানে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ সামাজিক মাধ্যমে লিখেছেন, “তোমরা বিশ্বের সেরা দল, কিন্তু খেলা শেষে হাত মেলাওনি। এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পায়।”
পাকিস্তানের খেলোয়াড়েরা খেলা শেষে ভারতীয়দের সঙ্গে হাত মেলার জন্য অপেক্ষা করলেও সূর্যকুমার যাদবের দল সরাসরি ড্রেসিংরুমে চলে যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে ভারতীয় আচরণের অভিযোগ জানিয়েছে।
পিসিবি জানিয়েছে, টসের সময় ম্যাচ রেফারি দুই অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু খেলা শেষে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এর ফলে পাকিস্তানিদের জন্য লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়।
পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ভারতের আচরণকে খেলাধুলার চেতনার পরিপন্থী বলে সমালোচনা করেছেন। রশিদ লতিফ টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে বলেন, “যুদ্ধ আগেও হয়েছে, কিন্তু আমরা সব সময় হাত মিলিয়েছি। এ ঘটনা সারা জীবনের জন্য দাগ হয়ে থাকবে।”
পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতারও ভারতীয়দের খেলার প্রশংসা করলেও সৌজন্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, “ভারতকে অভিনন্দন, কিন্তু খেলার সঙ্গে রাজনীতি টেনে আনা উচিত নয়। হাত মেলাও।”
গত রাতের ম্যাচে ভারত পাকিস্তানের দেওয়া ১২৮ রানের লক্ষ্য ৭ উইকেট ও ২৫ বল বাকি রেখে টপকে যায়। এই অনায়াস জয়ের মাধ্যমে ভারত এশিয়া কাপের সুপার ফোরে প্রায় নিশ্চিত হয়ে গেছে।