ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ-এর বিপরীতে অভিনয় করার গুঞ্জন নিয়ে সম্প্রতি শোরগোল পড়ে। তবে এই খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার-এর প্রতিবেদনে ইধিকা জানান, “সিয়ামের সঙ্গে অভিনয় করার কোনো আলোচনা আমার সঙ্গে হয়নি। কোথা থেকে এই গুঞ্জন ছড়িয়েছে, তা জানি না। তবে আমার কানেও এই খবর এসেছে।”
এর আগে ইধিকার নাম শোনা গিয়েছিল শাকিব খানের আগামী ইদের ছবি ‘প্রিন্স’-এ অভিনয় করার সম্ভাব্য তালিকায়। পরে তার জায়গায় নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু-কে নেওয়া হয়। এছাড়া দেবের ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের বিপরীতে বড়পর্দায় অভিষেক করতে যাচ্ছেন জ্যোতির্ময়ী।

