পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকা স্বাভাবিক, তবে সরকার আশা করছে এটি সুষ্ঠু ভাবে মোকাবিলা করা যাবে। তিনি বলেন, নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও জনগণভিত্তিক। এই চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণ, সরকার ও গণমাধ্যমকে একসাথে কাজ করতে হবে।
শনিবার সকালে সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান উল্লেখ করেন, প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পরে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে। স্বৈরাচারী শাসনের মনস্তত্ত্ব অনেক জায়গায় গভীরভাবে প্রবেশ করেছে, তাই নির্বাচনে কিছু বাধা সৃষ্টি হতে পারে। সরকার সেই বাধাগুলো মোকাবিলা করার জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে হামলা বা মব-সংক্রান্ত ঘটনা ঘটলেও অপশক্তিকে শুভশক্তির মাধ্যমে মোকাবিলা করতে হবে। নিজের বাসার সামনেও ককটেল হামলার ঘটনা ঘটেছে, তবু তিনি বাহিনী নিয়ে সাড়া দেননি। তিনি বলেন, সংবাদমাধ্যম এবং সরকারি সংস্থাগুলো আবারও স্বাভাবিকভাবে কাজ করছে, এবং ফাইটিং ব্যাকের স্পিরিট বজায় রাখা জরুরি।
রিজওয়ানা হাসান বলেন, সরকারের লক্ষ্য শুধুমাত্র সুষ্ঠু ভোট নয়, বরং জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে গণভোট ও প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া সব অংশে সঠিকভাবে সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্যসচিব মাহবুবা ফারজানা ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। দুই দিনব্যাপী কর্মশালায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।
