দেশে চলমান আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিকেএমইএ ৬টি পুলিশ ভ্যান নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশের কাছে হস্তান্তর করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নিরাপত্তার কথা উল্লেখ করে যে কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, তার ব্যক্তিগত অনুভূতির বিষয়। সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় ও কার্যকর রয়েছে। এ বিষয়ে কোনো সংশয় নেই।”
তিনি আরও বলেন, “নিরাপত্তা একটি বড় ধারণা। কেউ যদি বলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটি তার ব্যক্তিগত মতামত।”
সেই সঙ্গে তিনি আহত জুলাইযোদ্ধা ও ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান। তিনি হাদিকে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং বিকেএমইএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

