ফুটবলপ্রেমী বাংলাদেশে আবারও এসেছে গর্বের মুহূর্ত। ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে বিশ্বভ্রমণে থাকা বিশ্বকাপ ফুটবল ট্রফি আজ সকালে ঢাকায় পৌঁছেছে। বিশ্বব্যাপী ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতে ফিফা ও তাদের স্পন্সর প্রতিষ্ঠান এই ট্রফি ট্যুর আয়োজন করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে ট্রফি ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানানো হয়। তবে ট্রফি আগমনের আনুষ্ঠানিক ছবি এখনো আয়োজকদের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
বিমানবন্দর থেকে ট্রফিটি রাজধানীর একটি পাঁচতারকা হোটেল রেডিসন-এ নেওয়া হবে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাসহ ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। পাশাপাশি কোকাকোলা ক্যাম্পেইনের বিজয়ীরাও এই বিশেষ মুহূর্তের সাক্ষী হবার সুযোগ পাবেন।
ফিফার দীর্ঘদিনের স্পন্সর কোকাকোলা উদ্যোগে বিশ্বকাপ ট্রফি বিশ্বজুড়ে প্রদর্শন করা হচ্ছে। এর আগেও একাধিক আসরে এই প্রতিষ্ঠান বিশ্বভ্রমণের মাধ্যমে ট্রফিকে বিভিন্ন দেশে নিয়ে গেছে।
বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমন নতুন নয়। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপের সময় প্রথমবার ট্রফিটি ঢাকায় আসে। এরপর ২০১৩ ও ২০২২ সালে আরও দুইবার প্রদর্শিত হয়। এই সর্বশেষ আগমনসহ এ পর্যন্ত মোট চারবার বাংলাদেশে এল ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি।
বিশ্বকাপ ট্রফির এই সফর দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
