বরিশাল থেকে জাহিদুল ইসলাম ( সংবাদ দাতা):
চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের রাজত্ব কায়েম করার জন্য এদেশের জনগণ রাস্তায় নামেনি। ২০২৪ এর ৫ই আগস্ট ফ্যাসিস্ট বিরোধী গণঅভ্যুত্থানের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এখনো যেসব মায়ের সন্তান হারানোর কান্না বন্ধ হয়নি, এখনো যে দৃশ্য বাংলার জনগণ বলতে পারেনি, সেই বাংলায় আর কখনো চাঁদাবাজ,দখলবাজি সন্ত্রাসীদের স্থান হবে না।
২ ডিসেম্বর মঙ্গলবার বেলা দুই (২) টায় বরিশাল বেলস্ পার্ক ময়দানে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সমমনা ইসলামী আট দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র চরমোনাইর পীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম বলেন, যারা ক্ষমতার প্রেমিক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বড় আশা করে জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মানুষ ফ্যাসিষ্ট বিরোধী গণঅভ্যুত্থানে বন্দুকের সামনে বুক পেতে শহীদ হয়েছিল।
তিনি বলেন, চাঁদাবাজদের চাঁদাবাজি,দখলবাজদের দখলবাজি, টেন্ডারবাজদের টেন্ডারবাজি করার জন্য তারা রাস্তায় নেমে শহীদ হয়নি। এখনো হাজারো মায়ের সন্তান হারানোর কান্নার আওয়াজ শোনা যায়।
পীর সাহেব বলেন, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বারবার বাংলাদেশের জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতার চেয়ারে বসে দেশের টাকা বিদেশে পাচার করেছেন, এই দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন তাদেরকে আজকের এই সমাবেশ থেকে বার্তা দিতে চাই এই দেশে সেই সব খুনি, দুর্নীতিবাজ, দখলবাজদের আর স্থান হবে না।
তিনি বলেন এই দেশ আপনার আমার সকল শান্তিপ্রিয় জনগণের। দেশকে নিয়ে যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়নের স্বপ্ন দেখেন তাদের এই বাংলার জমিনে স্থান হবে না। আমাদের দেশের মধ্যে শান্তি হবে সেই জন্য এদেশের মানুষ আন্দোলন করেছিল। সারা দেশের দিকে তাকিয়ে দেখুন দেশবাসী আজ চাঁদাবাজ সন্ত্রাসীদের প্রত্যাখান করছে। এদেশের মানুষের সম্পদ নিয়া আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।

