আর কয়েকদিন পরই মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারের আসরে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রথম পর্বে শ্রীলংকা ও আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। এই দুই ম্যাচ মাঠে বসে দেখতে চাইলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে দর্শকদের।
এশিয়া কাপে আগামী ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের এই দুই ম্যাচের টিকিটের মূল্য একই রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সর্বনিম্ন ২০৬৮ টাকায় (17.00 USD) নর্থস্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ৩৪৪৭ টাকায় পাওয়া যাবে সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট।
এই দুই ম্যাচে সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটের, বাংলাদেশি টাকায় যার মূল্য ৬৮৯৩০ (566.76 USD) টাকা। এক্ষেত্রে অবশ্য একসাথে ৪ জন বসে খেলা দেখার সুযোগ পাবেন। অনলাইনে টিকিট কেনা যাবে- https://abu-dhabi.platinumlist.net/event-tickets/asiacup-abudhabi এই লিংক থেকে।
আসন্ন এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এদিকে আসন্ন টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ এখন বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রাত সাড়ে ৮টায়।
পরিবর্তনের ভিড়ে শুধুমাত্র ১৫ সেপ্টেম্বরের ম্যাচের সময় অপরিবর্তিত রয়েছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সেদিনের ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে।
এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ ‘এ’ তে খেলবে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ ‘বি’ তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং। উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে অনুষ্ঠিত হবে, ফাইনাল হবে দুবাইতে।