এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
হাতপাখা শান্তির প্রতীক। হাতপাখায় ভোট দিলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। ইনসাফ ব্যবস্থা কায়েম হবে। জামালপুরের বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে মাঠে দুপুর ৩টার নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, জামালপুর-১ আসনোর প্রার্থী আব্দুর রউফ তালুকদারের নীতিও ভালো নেতাও ভালো কাজেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে হাতপাখাকে বিজয়ী করবেন। হাতপাখাকে বিজয় করলে এবং আমাদের দলের আদর্শ ধারণ করলে আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের সাথে থাকবেন। তিনি বলেন. ঘাতে সময় নেই। আমাদের মাঠে নামতে হবে। ঘরে ঘরে গিয়ে মা বোনদের বুঝাতে হবে। হাতপাথার পক্ষে ভোট চাইতে হবে।
নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক মাওলানা নুরুল করিম, শ্রমিক আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন আহমেদ, জামালপুর জেলা সভাপতি আলহাজ¦ মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, বকশীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মজিদ, দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি আরিফ খান রাসেল ও উপজেলা সেক্রেটারি এইচএম ইলিয়াস উদ্দিন আজাদ।
অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
সভায় দলীয় নেতা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভা শেষে একটি মিছিল বের হয়।
সভা সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাহা জালাল।

