রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সোমবার পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
দুপুর ১২টার দিকে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২-তে প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের থামায়। পুলিশ ও সেনা এক্সকাভেটর নিয়ে এগোতে চাওয়া ছাত্র-জনতাকে আটকানোর চেষ্টা ও লাঠিচার্জ করলে তারা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
শিক্ষার্থী ও আন্দোলনকারীরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন এবং জানান, তারা ঘরের স্মৃতি সরাতে চাইছে। জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান বলেন, শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে তাদের আশা, ধানমন্ডি ৩২-এর রাজনৈতিক ইতিহাস বাতিল হবে।
এর আগে গত বছরের ৫ আগস্ট ও চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ওই বাড়িতে বুলডোজার ও আগুনের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল।

