একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার অন্যতম আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া এখন ধানের শীষের সৈনিক।
৫ জানুয়ারি রোববার বিকেলে সালথার ভাওয়াল গ্রামে শামা ওবায়েদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
২০১৮ সালের নির্বাচনের সময় সালথায় শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ১২ নম্বর আসামি এই আনোয়ার হোসেন। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন। আজ বিকেলে এক শোকসভা ও কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সাবেক এই এমপির দলে যোগ দেন। সভায় আনোয়ার হোসেন ঘোষণা করেন, আমি আজ থেকে শামা ওবায়েদের দলে মিশে গেলাম। আগামীতে ধানের শীষের পক্ষে একজন সৈনিক হয়ে কাজ করব।
আনোয়ার হোসেন বিএনপিতে যোগ দিলেও আওয়ামী লীগের দলীয় পদ থেকে এখনো ইস্তফা দেননি বলে জানা গেছে। এ নিয়ে ফেসবুকে চলছে তীব্র সমালোচনা। জেলা যুবলীগের নেতারা বলছেন, আওয়ামী লীগের পদে থেকে এত সুযোগ-সুবিধা ভোগ করার পর পদত্যাগ না করেই অন্য দলে যাওয়া সংগঠন বিরোধী কর্মকান্ড।
আনোয়ারের ভাই ও সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জানান, আনোয়ারের বিএনপিতে যোগ দেওয়ার খবর তিনি শুনেছেন। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি কোনো লিখিত পদত্যাগপত্র জমা দেননি।

