থাইল্যান্ডের ব্যাংককের কাছে ওয়াট র্যাট প্রাখং থাম বৌদ্ধ মন্দিরে দাহের প্রস্তুতির সময় কফিনের ভেতর থেকে শব্দ শুনে এক ৬৫ বছর বয়সী নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মন্দিরের মহাব্যবস্থাপক পাইরাত সুদথুপ জানান, কফিন থেকে হালকা ধাক্কার শব্দ শুনে তিনি কফিন খোলেন। তখন দেখা যায় নারীটি চোখ খুলে কফিনের দেয়ালে হালকা আঘাত দিচ্ছিলেন। পরে মঠপতি নির্দেশ দেন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় চিকিৎসকরা জানান, নারীটি গুরুতর হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছিলেন, অর্থাৎ রক্তে শর্করার মাত্রা মারাত্মকভাবে কমে গিয়েছিল। শ্বাসকষ্ট বা হৃদরোগের কোনো সমস্যা ছিল না।
নারীর ছোট ভাই জানান, দুই বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। মন্দিরের ধারণা অনুযায়ী, স্বাস্থ্যের অবনতি হওয়ায় তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে বলে মনে করা হয়েছিল। পরিবারের সদস্যরা ফিটসানুলোক প্রদেশ থেকে দাহ অনুষ্ঠানে অংশ নিতে ব্যাংককের উদ্দেশ্যে প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন।







