পঞ্চগড়ে শীতের দাপট আরও বেড়েছে। কয়েকদিন ধরেই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জনজীবন প্রায় থমকে গেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, টানা দ্বিতীয় দিনের মতো উপজেলার বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সপ্তাহজুড়ে রাতের তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যদিও দিনের তাপমাত্রা ছিল তুলনামূলক উষ্ণ—২৬ দশমিক ৮ ডিগ্রি।
ভোরের দিকে সূর্য ওঠলেও হিমালয় বেষ্টিত উত্তরের ঠান্ডা বাতাসে মানুষের অসহায় অবস্থা তৈরি হয়েছে। স্থানীয়রা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীত আরও বেশি অনুভূত হচ্ছে।
বুধবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঘন কুয়াশা না থাকলেও হালকা ধোঁয়াটে পরিবেশ ও ঠান্ডা বাতাস মিলিয়ে কনকনে শীত অনুভূত হয়েছে। সকালে রোদ উঠলেও বিকেলের পর আবারও উত্তর দিক থেকে নামতে থাকা ঠান্ডা হাওয়ায় তীব্রতা বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এলাকার ওপর টানা দ্বিতীয় দিন শৈত্যপ্রবাহ বইছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। তিনি আরও জানান, পরিস্থিতি অনুযায়ী আগামী আরও এক থেকে দুই দিন এই শৈত্যপ্রবাহ স্থায়ী হতে পারে।

