দেওয়ান মাসুকুর রহমান,বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজে চলছে তৃতীয় দিনের মতো কর্মবিরতি।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সরেজমিনে গিয়ে দেখা যায়, সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরাও শান্তি পূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তমাল ভট্টাচার্য জানান – আমরা শান্তি পূর্ণভাবে এই কর্ম বিরতি পালন করছি। আমরা আমাদের ন্যায্য দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেছি। আমরা যে পরিমাণ সুযোগ সুবিধা পাই, তা দিয়ে বর্তমান সময়ে চলতে খুবই কষ্ট হয়। আমরা কোন রকম মানবেতর জীবনযাপন করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন – আমাদের শ্রীমঙ্গল উপজেলার শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক প্রতিনিধি বা শিক্ষক নেতারা বর্তমানে ঢাকায় অবস্থা করছেন। এমনকি আমার প্রতিষ্ঠানের একজন শিক্ষকও সেই আন্দোলনে প্রতিনিধিত্ব করছেন।
সহকারী সিনিয়র শিক্ষক মো. জহিরুল ইসলাম জহির বলেন – যারা সরকারি চাকুরী করে তাদের মতো আমাদের কোন সুযোগ সুবিধা নেই। আমরাও চাই তাদের মতো সুযোগ সুবিধা। তাই আমাদের এই কর্ম বিরতি।
তিনি তাদের দাবীগুলো তুলে ধরে বলেন, আমাদের দাবি হলো ২০% বাড়ি ভাড়া। অন্যান্যরা পায় ৪৫% বাড়ি ভাড়া আর আমরা মাত্র পাই ১০০০ টাকা। তাই সরকারের কাছে আমাদের দাবি ন্যূনতম ২০% বাড়ি দেওয়ার জন্য। যেখানে অন্যান্য চাকুরীতে পায় ১৫০০ টাকা চিকিৎসা ভাতা সেখানে আমরা পাই মাত্র ৫০০ টাকা। উৎসব ভাতার ক্ষেত্রে অন্যান্যরা পায় বেতন স্কেলের পূর্ণাঙ্গ ভাতা আর আমরা পাই ২৫% সেটা এবার বাড়িয়ে ৫০% উত্তীর্ণ করা হয়েছে। কিন্তু যারা কর্মচারী আছেন যাদের বেতন স্কেল ৯০০০ টাকা তাদেরটা বাড়িয়ে ৭৫% করা হোক। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবীগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী সিনিয়র শিক্ষক মো. ফুল মিয়া, হালিমা খাতুন, আব্দুল বাছির হিফজুল, সন্তোষ মালাকার, মুন্নী দেব বর্মণ, রূপক চন্দ্র দাশ, সুস্মিতা শীল, লাভলী রাণী শর্মা, নিশিতা কুমার সরকার, হাসান তারেক ও ফাইম ফয়সাল।