দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়া এর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ার খবরে দলটির নেতাকর্মীদের মধ্যে হতাশা ও দুঃশ্চিন্তা দেখা দিয়েছে। নির্বাচনী প্রচারণার প্রতিটি কর্মসূচিতে অংশ নিলেও নেতাদের চোখে-মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট—এমনটাই জানিয়েছেন স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা।
এদিকে দিনাজপুর শহরের বালুবাড়ির মায়ের বসত ভিটা তৈয়বা ভিলা এলাকাজুড়ে এখনো সাজসজ্জার কিছু অংশ ঝুলে আছে—যা প্রমাণ করে খালেদা জিয়াকে স্বাগত জানানোর প্রস্তুতি কতটা জোরেশোরে চলছিল। স্থানীয়রা বলছেন—“আল্লাহ তার শিফা দান করুন, তিনি সুস্থ হয়ে যেন দিনাজপুরে আসতে পারেন
সদর-৩ আসনে ধানের শীষের পক্ষে প্রতিদিনই প্রচারণা চালাচ্ছেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কিন্তু তবুও নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে এক ধরনের অনিশ্চয়তা। কারণ হিসেবে তারা বলছেন—“ম্যাডামের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মনোবল ভেঙে যাচ্ছে।
জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, সদর আসনে বেগম জিয়া প্রার্থী হওয়ার খবর ছড়াতেই কর্মী-সমর্থকদের মধ্যে নতুন প্রাণ ফিরে এসেছিল। মানুষ ঘরে ঘরে আনন্দ ভাগ করে নিয়েছে। কিন্তু হঠাৎ তার শারীরিক জটিলতা বেড়ে যাওয়ার খবর শুনে আমরা সবাই দুশ্চিন্তায় পড়েছি। তারপরও আমরা ধানের শীষে বিজয় নিশ্চিত করতে মাঠে আছি এবং ম্যাডামের সুস্থতার জন্য সবাই দোয়া করছি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, নির্বাচনী মাঠে আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে নেমেছি। কিন্তু নেত্রী অসুস্থ হওয়ায় কর্মীদের মাঝে স্বাভাবিকভাবেই দুঃখ ও শঙ্কা কাজ করছে। তবুও আমরা থেমে নেই। নেতাকর্মীদের পরামর্শ দিয়েছি—দোয়া করতে হবে, পাশাপাশি আন্দোলন-নির্বাচন দুটোই এগিয়ে নিতে হবে।”
বেগম জিয়ার খালাতো ভাই আবু তাহের মুহাম্মদ বদরুদ্দোজা আবু বলেন সাংবাদিকদের বলেন,
“খালেদা জিয়া দিনাজপুর সদর আসনের প্রার্থী হওয়ার পর থেকেই এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। তার মায়ের বাসভবন দিনাজপুর শহরের বালুবাড়ী তৈয়বা ভিলা স্বাগত জানাতে সাজসজ্জার কাজ চলছিল। আমরা আশা করছি—তিনি এখানে এসে প্রচারণায় অংশ নেবেন। কিন্তু এখন তার শারীরিক অবস্থার অবনতি সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দিনাজপুরের মানুষ আল্লাহর কাছে তার সুস্থতার জন্য নিয়মিত দোয়া করছে।
জেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ বলেন আমরা প্রতিদিন রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করছি। কিন্তু প্রচারণার মাঝেই নেত্রীর জীবন-মরণ সংকটের খবর শুনে মনটা ভেঙে যায়। তারপরও তার স্বপ্ন বাস্তবায়নে আমরা মাঠ ছাড়ছি না।”
জেলা মহিলা দল সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি বলেন, ম্যাডাম আমাদের শক্তি, সাহস। উনি অসুস্থ থাকায় নারী কর্মীদের মধ্যে কান্নার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা শুধু একটি দোয়া চাই—তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন।

