রাজধানীর বনানীতে অবস্থিত সামরিক কবরস্থানে পিলখানা ট্রাজেডিতে নিহত ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে তিনি বনানীর সামরিক কবরস্থানে উপস্থিত হয়ে কবরের সামনে দাঁড়িয়ে নিহত সেনা কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
কবর জিয়ারতের সময় বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উপস্থিত ছিলেন। এছাড়া তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো এবং শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন।

